আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনাতলা পিটিআই প্রশিক্ষণরত শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে সোনাতলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সোনাতলা পিটিআই এ প্রশিক্ষণরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাতলা পিটিআই এর ২০২৪ সেশনের প্রশিক্ষণার্থী ও সহকারী শিক্ষক মোঃ শামিম আহম্মেদ, আহসান হাবীব, শামিমা খাতুন ও শারমিন আকতার।
এ সময় শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধনে শিক্ষকেরা বলেন, স্নাতক ডিগ্রী অর্জন করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের।
১৩ তম গ্রেড নিয়ে তাঁরা শিক্ষকতা করেন। পক্ষান্তরে, সমযোগ্যতাসম্পন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দেয়া হয় দশম গ্রেড।
এছাড়াও বিভিন্ন চাকরিতে নিয়োগপ্রাপ্ত এসএসসি ও এইচএসসি পাস করা চাকরিজীবীদেরও দশম গ্রেড প্রদান করা হয়। এমনকি অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন দেয়া হয় ১২ তম গ্রেডে। যা একইদেশে সরকারি চাকরির ক্ষেত্রে চরম বৈষম্য। বৈষম্যের শিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩ তম গ্রেডের কর্মচারী হিসেবে মাসিক বেতন পান । তা দিয়ে সংসার চালাতে তাঁদের জীবন যুদ্ধ করতে হয়।
আশাকরি, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন । একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দশমে উন্নীত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
Leave a Reply