রিমন আহম্মেদ বিকাশঃ বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সোনাতলায় সারাদিন ব্যাপি গণসংযোগ করেছেন বগুড়া-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নমিনি কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো.সাহাবুদ্দীন।
গতকাল রবিবার(২৪ আগস্ট) সকাল থেকে উপজেলার দিগদাইড় ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন ও পাকুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠকসহ গণসংযোগ করেন অধ্যক্ষ সাহাবুদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো.ফজলুল করিম,নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক মন্ডল,মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম ও মধুপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা.শাহ আলমসহ অনেকে।
Leave a Reply