স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সোনাতলা পৌরসভা, সোনাতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ উদ্বোধন ভাতা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন।
এ সময় জুলাই আগস্ট সহিংসতা ও বিপ্লব এর উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, আপনারা সমাজের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সুদখোর কে সুদখোর, ঘুষখোর কে ঘুষখোর, অন্যায়কারীকে অন্যায়কারী এবং দুষ্কৃতিকারীকে দুষ্কৃতিকারী বলুন। সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
এ সময় উপজেলা পরিষদ হলরুমে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বগুড়া জেলা ও পরিচালক তোছাদ্দেক হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শোনাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারি টিম, জোড়গাছা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রব্বানী।
এরপর সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিদর্শন করেন এ সময় ছাত্রদের বিভিন্ন উপদেশ প্রদান করেন। উক্ত মাদ্রাসা পরিদর্শন শেষে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply