স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় প্রেমিকের বাড়িতে দিনভর অনশনের পর রাতেই প্রেমিকার সাথে ৩ লক্ষ টাকা কাবিনে বিবাহ সম্পুর্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার দিগদাইড় ইউনিয়নের কালাহার গ্রামে। বিষয়টি সোনাতলা সংবাদকে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোনারুল ইসলাম।
স্থানীয়রা জানান, বগুড়া আজিজুল হক কলেজের মাষ্টারস ফাইনাল পড়ুয়া প্রেমিকা তার প্রেমিকের অন্যত্র বিবাহের কথা শুনে শুক্রবার সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামে দেলো মোল্লার ছেলে প্রেমিক সোহেল হোসেন সাবুর বাড়িতে অবস্থান নেয়।
প্রেমিকা একই ইউনিয়নের মূলবাড়ি গ্রামের আফজাল সরকারের মেয়ে মোছাঃ সাবানা খাতুন। প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে তাকে বিবাহ না করলে প্রেমিকা আত্নহত্যার হুমকি দেয়। প্রেমিকা সাবানার উপস্থিতি টের পেয়ে প্রেমিক সাবুসহ বাড়ির লোকজন লাপাত্তা হয়ে যায়। ঘটনাটি সোনাতলা সংবাদসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যায়।
দিনভর অনশনরত থাকা অবস্থায় ওয়ার্ড মেম্বার ও স্থানীয় ব্যক্তিবর্গরা শুক্রবার মধ্যরাতে তাদের দুজনের বিবাহ সম্পন্ন করেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোনারুল ইসলাম সোনাতলা সংবাদকে বলেন, আমি নিজে বিয়েতে উপস্থিত ছিলাম। রাতে কাজী ডেকে ৩ লক্ষ টাকা কাবিনে তাদের বিবাহ সম্পন্ন করা হয়।
Leave a Reply