স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মানসম্মত ভোজ্যপণ্য উৎপাদন ও বিপোনন করে সাড়া ফেলেছে দিশারী ফুড। প্রতি ঈদে তাদের পণ্যে ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়া অনলাইনে তারা ন্যায্য মুল্যে পন্য বিক্রি করে আসছে।
এবারের ঈদে দিশারী পরিবার লাচ্চা সেমাইয়ের সাথে ছাগল জয়ের জন্য কুপনের আয়োজন করে। আজ রবিবার সকালে কুপনের লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে এবার ছাগল জিতেছেন সোনাতলা বন্দরের আহসান হাবীব। তার হাতে ছাগল তুলে দেন দিশারীর নির্বাহী পরিচালক, কবি ও সাহিত্যিক এম রহমান সাগর।
দিশারীর লাচ্চা সেমাই কিনে ছাগল বিজয়ী আহসান হাবীব বলেন, ঈদের আগের দিন ছাগল পেয়ে তিনি অনেক খুশি।
দিশারীর নির্বাহী পরিচালক, কবি ও সাহিত্যিক এম রহমান সাগর বলেন, আমরা ভোক্তাদের মানসম্মত ভোজ্যপন্য দেয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্ট পরিচালনা করে থাকি। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। পরবর্তীতেও এরকম ইভেন্ট করার কথা জানান তিনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com