আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খাঁন রবিউল ও নিপুণ আনোয়ার কাজলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯২জন নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
উপজেলা সোনাতলা সদর ইউনিয়নের নামাজ খালী গ্রামের শ্রী মুরালী ঘোষের ছেলে শ্রী বিকাশ ঘোষ বাদি হয়ে ২৬ আগষ্ট মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ যোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা মুঞ্জু আকন্দ, শামীম ও কামালসহ মোট ৯২ জন নেতাকর্মী।
মামলার এজাহারে উল্লেখ করা হয় ৫ আগষ্ট ওইদিন সন্ধ্যায় সোনাতলা পৌর সদরে ভোজন শালা নামে রেস্টুরেন্টে বে-আইনি জনতা প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আসামীরা।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, গত রাতে একটি মামলা রুজু হয়েছে। আসামিরা সবাই প্রায় আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com