স্টাফ রিপোর্টারঃ কৃষক ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে বৃদ্ধা মা আমিনা বেগম (৭৫)'র মৃত্যু হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৬ নভেম্বর উপজেলার উত্তর করমজা গ্রামে বেলা দেড়টায় জনৈক জামশেদ এর ফসলি জমি পাওয়ার ট্রেলার দিয়ে চাষ করতে থাকে মান্নান। চাষ করা অবস্থায় অসাবধানবশত পাওয়ার টিলার ব্যাকগিয়ার চাপ লেগে দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিনি ।
স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর দিবাগত রাতে ১.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা আমিনা বেগম(৭৫) কাঁদিতে কাঁদিতে স্ট্রোক করে ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় মৃত্যুবরণ করেন। আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী ও ছেলে আব্দুল মান্নান।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাদের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দুজনের দাফন সম্পন্ন করেন।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিক্যাল থেকে তাদের তথ্য আহ্বান করেছিলো আমরা ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com