সোনাতলা সংবাদ ডেক্সঃ বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে
দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে নৌকার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর রবিবার বিকালে বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ হল রুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডভোকেট মিনহাদুজ্জান লীটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, আওয়ামী লীগ নেতা জনাব আলী মাষ্টার, জোড়গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোস্তব আলী মন্ডল, আওয়ামী লীগ নেতা স্বপন,
পৌর কাউন্সিলর রবিউল খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজ মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি ফরহাদ হোসেন জুয়েলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com