সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ধর্ষণে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে এলাকার লোকজন সোনাতলা সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুজনের শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলার নামাজখালী গ্রামের দুলাল বেপারী, জহুরা বেগম, রেজিনা বেগম ও সাকিল আহমেদ।
Leave a Reply