সোনাতলা সংবাদ ডেক্সঃ বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির ভাবনায় তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বিকালে পৌর এলাকার ভোজনশালায় সোনাতলা নাগরিক কমিটির আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে তৃণমূল বিএনপি মনোনীত এন এম আবু জিহাদ শিপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পথে মোরা আলোকেরও সেনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাতলাবাসীর নাগরিক অধিকার আদায়ে ১৩ বিষয়ে আপনার ভাবনা নিয়ে মতবিনিময় সভায় সোনাতলার উন্নয়ণ তিনি তাঁর ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তিনি এ এলাকার সমস্যাগুলো সমাধানে তাঁর চিন্তা-ভাবনাও ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সমন্বয়কারী সোহেল আহমেদ খান, নাগরিক কমিটির সদস্য আব্দুর রউফ হিরু, নাগরিক কমিটির সদস্য ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু,আলোর প্রদীপ’র চেয়ারম্যান এম এম মেহেরুলসহ সাংবাদিকবৃন্দ।
সোনাতলা নাগরিক কমিটির যে ১৩টি বিষয়ের উপর ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
১. দূর্নীতি প্রতিরোধে আপনার ভাবনা, ২. সোনাতলাবাসীর শিক্ষার অধিকার রক্ষা ও সু শিক্ষা নিশ্চিত করনে আপনার করণীয় , ৩. সোনাতলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আপনার ভাবনা,
৪. কর্ম সংস্থান সৃষ্টি ও বৃদ্ধি করতে আপনার করনীয়,
৫, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে আপনার ভাবনা, ৬. মাদক নির্মূলে আপনার করণীয়,
৭. সামাজিক অবস্থার উন্নতি সাধনে আপনার ভাবনা,
৮. যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে আপনার করনীয়,
৯. জীব ও বৈচিত্র রক্ষায় আপনার ভাবনা,
১০. নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে কৃষিকাজ আধুনিকায়নে আপনার করণীয়, ১১. ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নে আপনার ভাবনা, ১২. নির্বাচিত হওয়ার পর আপনার অবস্থান বিষয়ে আপনার পরিকল্পনা, ১৩. নির্বাচিত হওয়ার পর জনগনের সাথে আপনার যোগাযোগ বিষয়ে ভাবনা বিষয় নিয়ে আজকের অতিথি মতামত ব্যক্ত করেন। শেষে মতামতের খষড়া একটি কপি তার হাতে তুলে দেন।
Leave a Reply