সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া সোনাতলায় নাগরিক কমিটির সাথে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির আয়োজনে মতবিনিময় সভায় নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাদুজামান লিটন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী ওয়াসিয়া আক্তার রুনা, কোহেলী চক্রবর্তী, ইসারাত আক্তার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বাহক সাবেক জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী, যুগ্ন আহ্বায়ক জিয়াউল ইসলাম শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মালেক সাহাল উদ্দিন মানু,সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সদস্য সচিব সোহেল আহমদ খান।
আরো উপস্থিত ছিলেন সদস্য পৌর কাউন্সিলর কুলছুম বেগম, রিবন সরকার, প্রভাষক গোলাম রব্বানী, শফিউল্লাহ,হিরু মন্ডল, জাহাঙ্গীর আলম, রাকিবুল হাসান, সমাজ কর্মী মেহেরুল ইসলাম, মানবাধিকার কর্মী বিকাশ স্বর্নকার।
এছাড়াও বিভিন্ন পেশার প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সচিব সোহেল আহমদ খান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com