প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ৪:০১ অপরাহ্ণ
সোনাতলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আব্দুর রাজ্জাক সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ নানা আয়োজনে মধ্যে দিয়ে বগুড়ার সোনাতলায উপজেলা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩জুন শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ বিকালে বর্ণার্ঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকালে দলীয় কার্যালয়ে হতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটনের নেতৃত্বে একটি র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল। এসময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত