আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। পরে উপজেলা প্রশাসনের প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদের কৃষিবিদ আব্দুল মান্নান মিলানায়তনে এক আলোচনা সভা করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় সোনাতলা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, উপজেলা প্রকৌশলী মাহবুব হক, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা ছিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শহিদুল বারী খান রব্বানী,কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিদা হাসান খান টিটো।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ৫৩ জন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন জনের মাঝে ৩১টি টিউবওয়েল, ঢেউটিন, স্কুল ব্যাগ ও ক্রিড়া সামগ্রীও বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com