স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসুচনা হয়।
এরপর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান দলীয় নেতাকর্মী পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্তরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী। পুলিশ, আনসার ভিডিপি ফায়ার সার্ভিস সদস্যসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় উপজেলা চত্তরে আড়ঘর পুর্ণ বিজয় মেলার উদ্বোধন করেন। মেলায় স্থায়ীভাবে ঊংপাদিত পন্যে এবং বিভিন্ন ষ্টলে সামগ্রিক মুখ রোচক খাবার বিক্রি থাকে।
এ সময় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে স্বাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন হয়। শেষে উপজেলা মিলেনিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।
Leave a Reply