স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন,শহীদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্নার শান্তি কামনা করে দোয়া মাহফিল।
এছাড়াও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রতি এক মিনিট নিরবতা,মার্চপাচ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ,থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল ও সাবেক কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের।
আরো উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিক গন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সোনাতলার সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,সমাজ সেবী এমন এম মেহেরুল, তাহেরুল ইসলাম উজ্জল । অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে প্রথম/দ্বিতীয়/তৃতীয় স্থান অধিকার কারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। রাতে বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয় ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com