স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় নাশকতার মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে মুকুল (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ছিচারপাড়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের পরিচালনায় পুলিশ পরিদর্শক মোঃ নান্নু খান, এসআই মোঃ নাজিম উদ্দিন ও এএসআই মোঃ আঃ ছালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com