স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নাশকতার মামলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতাকে করেছে সোনাতলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত নেতা সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের গনিয়ারিকান্দি গ্রামের মৃত মহসিনের ছেলে পল্লী চিকিৎসক আমজাদ হোসেন (৬০)।
গত ২৯ অক্টোবর রোববার সোনাতলা থানায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় অভিযান চালিয়ে তাকে ২২ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় সোনাতলার মহিচরণ বাজার এলাকায় তার হোমিও ফার্মিসির দোকান থেকে গ্রেফতার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, 'আসামীদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে'।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com