আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সোনাতলা, বগুড়া’র আয়োজনে নির্বাচিত পাটচাষীদের মাঝে সার বিতরণ করা হয়েছে।
২০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’র আওতায় নির্বাচিত ২ হাজার, ৩ শ’ পাটচাষীর মাঝে এ সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার মিঠু সাহা, প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, বালুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন দুলু।
Leave a Reply