সোনাতলা বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় নির্মাণাধীন বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার আগুনিয়াতাইড় মাস্টার (দক্ষিণপাড়া) গ্রামে মোঃ তারাজুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ ভাঙচুর চালায় একই গ্রামের মৃত শাহ আলমের তৃতীয় স্ত্রী মোছাঃ মিনা বেগম (৩৫) ও তার পক্ষের লোকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে মৃত আঃ জলিলের পুত্র ডাঃ মোঃ শামসুজ্জোহার কাছ থেকে তারাজুল ইসলাম ০৪ শতক জমি ক্রয় করেন। আগুনিয়াতাইড় মৌজার ১৪৪৫ নং খতিয়ানে হাল ৬৬৭৬ নং দাগের জমিটি ক্রয়ের পর থেকেই অভিযুক্ত মিনা বেগমের সাথে তারাজুলের বিরোধ দেখা দেয়। অভিযুক্ত মিনা বেগমের দাবি-তারাজুলের ক্রয়কৃত জমির মধ্যে তার অংশ রয়েছে। অন্যদিকে তারাজুল দাবি করছেন, মিনা বেগমের অংশ আলাদাভাবে অক্ষত রয়েছে। সম্প্রতি তারাজুল তার অংশে বাড়ি করা শুরু করলে মিনা ও তার পক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা করে এবং নির্মাণাধীন বাড়ির ইটের গাথুনি ভেঙে ফেলে ও টিনের চাল ক্ষতিগ্রস্থ করে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক তারাজুল ইসলাম বলেন, মিনা বেগম জোরপূর্বকভাবে আমার অংশ দাবি করতেছে। অথচ উত্তর পার্শে¦ তার ৫ শতক জমি অক্ষত আছে। রবিবার তারা হঠাৎ করে আমার নির্মাণাধীন বাড়িতে হামলা করে ব্যাপক ক্ষতি করেছে এবং দোষ এড়াতে মিনা বেগম নিজেই নিজের হাত কেটে হাসপাতালে ভর্তি হয়েছে। অথচ, ঘটনার সময় আমরা কেউ ঘটনাস্থলে উপস্থিতই ছিলাম না।
সোনাতলা থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘‘তাদের মধ্যে বিরোধের জেরে গত ৩ জুলাই বৃহস্পতিবার আমি ওই নির্মাণাধীন বাড়িতে গিয়েছিলাম এবং উভয় পক্ষকেই কাগজ-পত্র নিয়ে থানায় আসতে বলেছিলাম। এরই মধ্যেই এই ঘটনা ঘটেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com