আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ ৭সেপ্টম্বর রোববার বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকায় পরকিয়ার জেরধরে দুলাল হোসেন নামে ব্যবসায়ী খুন হয়েছে। খুন হওয়ার ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে শনাক্ত করেছে পুলিশ।
এঘটনায় ৯ সেপ্টেম্বর নিহত দুলালের বাবা ছাফাত প্রামাণিক বাদী হয়ে প্রবাসী স্বপনকে প্রধান আসামিসহ ৮জন নামীয় ৪/৫ অজ্ঞাত করে থানায় এজাহার দায়ের করেন। স্বপন সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের মুংলু মিয়ার ছেলে।
প্রবাসী স্বপন ব্যবসায়ী দুলাল হোসেনকে খুন করে ওই রাতেই স্ত্রীকে নিয়ে গাজীপুর কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেন। প্রেমিকের খুনের কথা শুনে গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় অবস্থান কালে আত্মহত্যা করেন পরকীয়া প্রেমিকা সোনিয়া খাতুন।
বিষয়টি নিশ্চিত করেন সোনাতলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা। সোনিয়া খাতুন জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামের টুকুর মেয়ে এবং প্রবাসী স্বপনের স্ত্রী।
মামলা সূত্রে জানাযায় , প্রতিদিনের ন্যায় দুলাল হোসেন শিহিপুর বটতলায় অবস্থিত মুদি দোকান থেকে রাত সাড়ে ৯টার সময় তার বাবাকে দোকানে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুখানপুকুর তার নিজ বাড়ি উত্তর নয়াপাড়া গ্রামে ফেরার পথে ফাতেমা ক্লিনিকের সামনে পৌছিলে আগে থেকেই ওৎ পেতে থাকা প্রবাসী স্বপন হাসুয়া দিয়ে পিছন থেকে দুলাল হোসেনের ঘাড়ে কোপ দেয়। এসময় সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
তবে এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, শিহিপুর বটতলা এলাকার জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে তার দীর্ঘদিন ধরে পরকিয়ার সম্পর্ক ছিল। একারনে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছে।
এব্যাপারে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এবিষয়ে নিহতের বাবা ছাফায়াত প্রামাণিক বাদী হয়ে একটি এজাহার দায়ের করছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিডিও সংবাদ দেখুন-
Leave a Reply