স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পল্লী বিদ্যুৎ কর্মী ও পুলিশের উপর হামলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে পল্লী বিদ্যুতের কর্মচারীগণ বিদ্যুৎ সংযোগের কাজ করতে গেলে সংযোগ দিতে দেরি হওয়ার অজুহাতে সোনাকানিয়া গ্রামের শহীদুল প্রামাণিক (৫২), পিতা- মৃত আজিজার প্রামাণিক সহ কয়েকজন একত্রিত হয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীদের উপর আক্রমণ করে সরকারি কাজে বাধাদান পূর্বক মারপিট করে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিস হতে এজাহার দায়ের করলে সোনাতলা থানার মামলা নং-১, তারিখ-০১/০৬/২৫খ্রিঃ রুজু করা হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শিমুল কুমার দাস সঙ্গীয় অফিসার-ফোর্স সহ সোনাকানিয়া গ্রামের শহিদুল প্রামাণিকের বাড়িতে আসামি গ্রেফতার করতে গেলে শহিদুল প্রামানিক, তার ছেলে ওমর ফারুক এবং বাড়ির লোকজন সহ অজ্ঞাতনামা ৪/৫জন আসামি পুলিশের উপর আক্রমণ করে এবং পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান পূর্বক সাধারণ জখম করে।
পুলিশের উপর আক্রমণ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ওমর ফারুক সহ ০৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে আরেকটি মামলা রুজু করা হয়, যার মামলা নং-২, তারিখ-০১/০৬/২৫খ্রিঃ। এতদ্ সংক্রান্তে আসামি ওমর ফারুককে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply