প্রেস রিলিজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুল্লা ইউনিয়ন জামায়াতের উদ্যােগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা পাকুল্লা বাজারের একটি রেস্টুরেন্টে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
পাকুল্লা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা মজলিসে শুরা সদস্য ও সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম।ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা গিয়াসউদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বগুড়া ইসলামী হসপিটালের পরিচালক সাবেক ছাত্রনেতা এবিএম মাজেদুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, উপজেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।আলোচনা শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com