1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

সোনাতলায় পাটের দাম কম হওয়ায় উৎপাদনের খরচ তুলতে পাচ্ছেনা চাষিরা

  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬৭

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পাটের ফলন ভালো হলেও দাম কম হওয়ায় আগ্রহ হারাচ্ছে কৃষকরা। লোকসানে পড়তে হচ্ছে পাট চাষিদের। কৃষকদের অভিযোগ পাট বিক্রি করে তাদের খরচের দামও উঠছে না। সোনাতলার কাচারী, পাকুল্লা, হরিখালী ও সৈয়দ আহমেদ কলেজ হাটগুলো ঘুরে দেখা যায় প্রতিমণ পাট ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে । তবে কেউ কেউ অর্থের কারণে ১৮০০-১৯০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে বলে জানান পাট চাষি।
উপজেলার মধুপুর ইউনিয়নের পাট চাষি মুকুল হোসেন জানান, ‘বর্তমানে পাট চাষ করে এবার বিঘাপ্রতি প্রায় চার হাজার টাকা করে লস গেছে। খরচই উঠেনি। এরকম হলে পাট চাষ করবো কিভাবে’?
সোনাতলা সদর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের পাট চাষি মোয়াজ্জেম হোসেন জানান, ‘এবার চার বিঘা মাটিতে পাট করেছি। ২২০০ টাকা মণ হলে বিরাট লোকশানে পড়তে হবে। এরকম হলে পরের বছর আর পাট চাষ করবোনা’।
সৈয়দ আহমেদ কলেজে পাট বিক্রি করতে আসা এক কৃষক বলেন, ‘পাটের দাম খুবই পড়ে গিয়েছি। এক মণ পাট এনেছি বিক্রি করতে। ২২০০ টাকা বলছে। এ টাকায় পাট বিক্রি করলে শ্রমিকের খরচই উঠবেনা’।
হাটে পাট বিক্রি করতে আসা একাধিক কৃষক জানায় ৩২০০-৩৫০০ টাকা মন পাট বিক্রি করতে পারলে কৃষকরা লাভবান হবে আর তা না হলে আগামী বছরে পাট চাষীর সংখ্যা অনেক কমে যাবে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মম হক জানান, এ বছর পাটের দাম কুইন্টালপ্রতি পাঁচ হাজার থেকে পাচ হাজার পাঁচশ টাকা। তবে কি কারণে এ বছর দাম কম তা তিনি জানেন না।
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সোনাতলায় এ বছর পাটের আবাদ হয়েছে ১৬৩০ হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় প্রায় ৫০ হেক্টর বেশি। এ বছর পাটের গড় ফলন বিগা প্রতি ৮-৯ মন যা অন্যান্য বছরের তুলনায় বেশী। পাটের বাজার দর বর্তমানে কিছুটা কম। পাট কর্তনের শুরুতে প্রতিমন পাট ২৮০০ থেকে ৩০০০ টাকা থাকলেও বর্তমানে তা ২২০০ টাকা মন। এ অবস্থায় আমার কাছে মনে হয় সোনাতলায় এ বছর পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবং বাজারে বর্তমানে পাটের সরবরাহ বেশী থাকায় পাটের মূল্য কিছুটা কমেছে। এছাড়াও পাটের বিকল্প পণ্য হিসাবে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে মনে হয়’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট