আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পানিতে পড়ে আতিক হাসান নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৬মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার জোরগাছা ইউনিয়নের নওদাবগা গ্রামের পদীর বিলে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। শিশু আতিক হাসান ওই গ্রামের পল্টু প্রধানের ছেলে।
জানা যায়, দুপুর দুইটার দিকে নওদাবগা গ্রামের পদীর বিলে দুই/তিনজন বন্ধুসহ আতিক হাসান গোসল করতে নামে। পরে আতিক হাসান পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা সংবাদ পেয়ে খোজাখুজি করে না পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
সোনাতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুর রউফ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘন্টা পানিতে খোজাখুজি করে শিশুটিতে মৃত্যু উদ্ধার করি’।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিলের পানিতে গোসল করতে নেমে শিশু আতিক হাসানের মৃত্যু হয়’।
Leave a Reply