আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ সোনাতলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে খননকৃত ১১ খালের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ৮০ টি সমাপ্ত প্রকল্প, ২০টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাপ্তকৃত ৪শ’ ৩০টি খাল/ ছোট নদী/জলাশয়ের সাথে সোনাতলায় খননকৃত এ ১১ টি ছোট খালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এ সময় উপজেলা শেখ হাসিনা মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শারমীন কবিরাজ, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, পানি উন্নয়ন বোর্ড, বগুড়া’র সার্ভে প্রকৌশলী সাফকাত রেজা রিফাত, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্ম দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
Leave a Reply