সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় পারিবারিক অশান্তির জের ধরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম স্বপ্না রাণী (৫৫)। তিনি কানুপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শ্রী রমানাথ চন্দ্র সুত্রধরের স্ত্রী। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে পোস্টমর্টেমে পাঠিয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সাংসারিক অশান্তির কারণে নিজ বাসায় গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন স্বপ্না রাণী। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাৎক্ষনাত তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ডাক্তারের পরামর্শে তাকে বগুড়ার রফাতুল্লাহ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হলে পথিমধ্যেই মারা যান স্বপ্না রাণী। এ ঘটনায় সোনাতলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সোনাতলা থানার এসআই মোঃ শামীম বলেন, ‘‘গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। প্রথমে ঘটনাটি আমাদের জানানো হয়নি। ঘটনাটি শোনার পর আমরা গিয়ে লাশটিকে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেমে পাঠিয়েছি।
Leave a Reply