স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে পড়ে ইয়াছিন আলী মোল্লা নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ০৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আট করিয়া গ্রামে নিজ বাড়ির পূর্ব পাশে পুকুরে এ ঘটনা ঘটে। শিশু ইয়াছিন উত্তর আট করিয়া গ্রামের সিজু মোল্লার ছেলে।
ইয়াছিন বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে বসতবাড়ির পূর্ব পাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার বাবা-মা ইয়াছিন কে দেখতে না পেয়ে পরিবারের লোকজনসহ খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পুর্ব পাশে পুকুরে শিশু ইয়াছিন কে ভেসে থাকতে দেখে পায়। এলাকাবাসী শিশু ইয়াছিন কে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সোনাতলা থানার এসআই শিমুল কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জানতে পারি শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় জমা দেই।
Leave a Reply