স্টাফ রিপের্টার: বগুড়ার সোনাতলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাতেমা আকতার নামের ৬ বছরের এক কন্যা শিশু মৃত্যু হয়েছে।
৯ জুন(সোমবার) বিকেল ৫টার উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ফাতেমা আকতার ওই গ্রামের মো. মিজানুর রহমান মজনু'র মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের লোকজনকে না জানিয়ে ফাতেমা তার নানার বাড়ির পাশের একটি পুকুরে প্রতিবেশি কয়েকজন শিশুর সাথে গোসল করতে যায়। ফাতেমা পুকুরের পাড়ের কাছেই গোসল করছিল আর অন্য শিশুরা সাঁতার খেলছিল। গোসলের একপর্যায়ে সাঁতার না জানা ফাতেমা পানিতে ডুবে যায়।
এ সময় অন্য শিশুরা ফাতেমাকে দেখতে না পেয়ে তারা খোজাখুজি করতে থাকে। একপর্যায়ে পানিতে ডুবে যাওয়া শিশুকে উপরে উঠায় এবং চিৎকার করতে থাকে। পরিবারের লোকজন ছুটে এসে হাসপাতালে নেয়ার আগেই ফাতেমার মৃত্যু হয়।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী সোনাতলা সংবাদকে জানান,সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com