প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
সোনাতলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু
আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পুকুরে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুর আড়াইটার সময় রাফিয়া সুলতানা (১৩) ও মোস্তাক বিল্লাহ জিসান (০৯) নামে চাচাতো ভাই বোন একসাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামে। নিহতরা গবারপাড়া গ্রামের আতাউল হকের মেয়ে রাফিয়া সুলতানা ও জিল্লুরের ছেলে মোস্তাক বিল্লাহ জিসান। এঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, সাঁতার শিখতে পুকুরে নামে এ সময় রাফিয়া হাত ফসকে পানিতে পরলে জিসান তাকে উদ্ধার করতে নামলে দুজনে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত