আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পুকুরে বিষ প্রয়োগে ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে পুকুর চাষীকে সর্বশান্ত করেছে। ঘটনাটি ঘটেছে ২১ মে রবিবার গভীর রাতে পৌর এলাকার কানুপুর গ্রামে। জানা যায় ওই এলাকার স্থানীয় পৌর কাউন্সিলর জাফর ইকবাল চপলের কাছ থেকে ৫ বিঘা পুকুর দুই বছরের জন্য লিজ নিয়ে গুলসা মাছের রেণু চাষ করে আসছে সাইদুর রহমান। রেণুগুলোর ১৫ দিন বয়স হতে না হতেই কে বা কারা শত্রুতা করে গভীর রাতে বিষ প্রয়োগ করে রেণুগুলো মেরে ফেলে। এতে করে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে জানান মাছ চাষী সাইদুর রহমান। সাইদুর রহমান কানুপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
এ বিষয়ে মাছ চাষী সাইদুর বলেন, 'আমি দীর্ঘ দিন থেকে পুকুর লিজ নিয়ে বিভিন্ন জাতের মাছের রেণু চাষ করে আসছি। কে বা কারা শত্রুতা করে আমার এত বড় সর্বনাশ করেছে'। তিনি আরও বলেন, শুধু আমার ক্ষতি করেনি পুরো দেশের আমিষের ঘাটতি করেছেন।
এব্যাপারে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হক বাবু বলেন, পুকুরে রেনু চাষে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হয় তার পর সফলতা আসবে। পুকুরে বিষ প্রয়োগ করে মে ক্ষতি করেছে মাছ চাষীর তা মেনে নেওয়ার মতো না। ঘৃণিত ব্যাক্তি ছাড়া এ কাজ করতে পারে না।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন আমি বিষয়টি অবগত আছি। আমি সবসময় মাছ চাষীদের পরামর্শ দিয়ে থাকি। খবর পেয়ে সংঙ্গে সংঙ্গে ঘটনাস্থলে যাই পরিদর্শন করে দেখতে পাই। প্রায় ১৫লক্ষ মাছের রেনু মারা গেছে, তবে ধারনা করা যাচ্ছে বিষ প্রয়োগের কারনেই মাছের রেনুগুলো মারা গেছে। এতে ওই মাছ চাষীর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com