সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ছেলে বউয়ের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে শ্বাশুরী শিল্পি বেগম (৪৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছেন । ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার জোরগাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা ইয়াসমিন শিল্পি (৪৫) ওই গ্রামের হাতেম আলী স্ত্রী ।
ঘটনা সুত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ছেলের বউ এর সাথে শ্বাশুরীর ঝগড়া হয়। এরপর ছেলের বউ এর উপর অভিমান করে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। নিকটতম আত্মীয়-স্বজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া নিয়ে যাওয়ার পথে তিনি রাস্তায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে গ্রামে নিয়ে আসেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন একটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply