স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ অর্থ বছরের নতুন সুবিধাভোগী নির্বাচিত না হওয়ায় বগুড়ার সোনাতলায় সাতটি ইউনিয়নে পূর্বের ২৪৯৬ জন সুবিধাভোগী মহিলাদের মাঝেই ভিডাব্লিউবি এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার(১৮মে) উপজেলার সাতটি স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে ভিডাব্লিউবি এর ৬ মাসের চাল বিতরণ শুরু হয়। এরমধ্যে পাকুল্লা ইউনিয়নে ৩৮৫জন সুবিধাভোগীদের মাঝে চাল বিরণের উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো.লতিফুল বারী টিম।
এ সময় তার সাথে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.শিমু সুলতানা,ইউপি সচিব মো.ফয়জুল হান্নান পাপুল,তদারকী কর্মকর্তা উপজেলা কৃষি উপসহকারী মো. জাহিদ হাসানসহ সকল ইউপি সদস্য।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মাঈনুল হক 'সোনাতলা সংবাদ'কে জানান,২০২২-২৩ অর্থ বছরে ভিডাব্লিউবি এর আওতায় নির্বাচিত সুবিধাভোগী মহিলাদের ৩০কেজি চালের কার্ডের মেয়াদ ২০২৪-২৫ অর্থ বছরে শেষ হয়।
২০২৫-২৬ অর্থ বছরে নতুন সুবিধাভোগী নির্বাচিত না হওয়ায় সরকার পূর্বের সুবিধাভোগীদের কার্ডের মেয়াদ ৬মাস বাড়িয়ে দিয়েছেন। সে মোতাবেক তাদের মাঝে ইতিমধ্যে চাল বিতরণ শুরু করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com