আব্দুর রাজ্জাক, স্টাফ রিপের্টারঃ বগুড়ার সোনাতলায় পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কর্তৃক কীটনাশক প্রয়োগে পাকা ধান নষ্ট করার অভিযোগ তুলেছে কৃষক আবু বক্কর সিদ্দিক। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার চমরগাছা (ছয়ঘড়িয়া পাড়া) গ্রামে।
এঘটনায় ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকারিয়া (২০) বাদী হয়ে প্রতিপক্ষ একই এলাকার হাফিজারের ছেলে সাজু মিয়া (৩০)কে অভিযুক্ত করে ১২ নভেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে দু'পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলে আসছে। কিছু দিন পুর্বে বাড়ির পাশে লাগানো দুটি কলাগাছ কেটে ফেলা এবং ২ নভেম্বর রাতের আঁধারে তাদের জমিতে লাগানো পাকা ধানে ঘাসমারা ঔষধ (কীটনাশক) ছিটিয়ে নষ্ট করে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, তাদের মধ্যে জমিজমা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। জাকারিয়াদের ধানের জমির পাশের জমি আমাদের আমার জমির কোন ক্ষতি হয়নি শুধু তাদের জমির মাঝখানে পুরে গেছে।এর কারণে ধারনা করা হচ্ছে তারাই এঘটনা ঘটিয়েছে।
পাশের আরেক জমির মালিক বলেন, ধানের ধরণ যা দেখা যাচ্ছে বিভিন্ন কারনে ধানের ক্ষতি করতে পারে।
এ ব্যাপারে অভিযোগ সাজু মিয়া বলেন, নিজেরাই হয়তো এঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসাতে কৌশল অবলম্বন করেছে আসলে ওসবের কিছুই জানি না।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ছবি দেখে ধারণা করা বা নির্ণয় করা যায় না। সরেজমিনে দায়িত্বরত ব্যাক্তি পাঠিয়ে দেখার পর কৃষক কে পরামর্শ দেয়া হবে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, অভিযোগের বিষয়ে অবগত নাই অফিসে বসে দেখতে হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com