আব্দুর রাজ্জাকঃ বগুড়ার সোনাতলায় পুলিশের বাধায় পন্ড হলো বিএনপির কালো পতাকা মিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকার মিছিল এর আয়োজন করেন। পৌর এলাকার ঘোড়াপীরস্থ স্থানীয় চাতাল থেকে মিছিলটি বের করার চেষ্টা করলে সারা দেশের ন্যায় পুলিশের বাঁধার সম্মুখিন হয় নেতাকর্মীরা।
সোনাতলা পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর হারুন-অর-রশিদ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করছি কিন্তু পুলিশ আমাদের বেরিকেট দিয়ে রাখছে।
এ ব্যপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু বলেন, একতরফা ড্যামি নির্বাচনের মাধ্যমে এ দেশে ক্ষমতাসীন হয়েছে আওয়ামীলীগ। আজ তারা মানুষের জান-মালের তোয়াক্কা না করে প্রশাসনকে ব্যবহার করে জনগণের ম্যান্ডেটকে দমিয়ে এ দেশে ক্ষমতা পরিচালনা করতে চায়।
ঘোড়াপীর স্থানীয় এক চাতাল হতে মিছিলটি বের হওয়ার চেষ্টাকালে চাতাল গেটেই পুলিশের বাঁধা প্রাপ্ত হলে মিছিল কর্মীরা চাতালের ভিতর ফিরিয়ে যায়।
কেন তাদের মিছিলে বাঁধা প্রদান করা হচ্ছে এ ব্যপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার নিকট জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com