স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনালতা থানা পুলিশ সোমবার(৮সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পুড়িয়া(১ গ্রাম) হেরোইনসহ এক কিশোরকে আটক করেছে। ওই কিশোর সোনাতলা পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন পুরাতন বন্দরের মাদক সম্রাজ্ঞী মোছা. ছবি বেগম ও মাদক সম্রাট শহিদুল ইসলাম সরদারের ছেলে। ওই কিশোর দশম শ্রেণি পড়ুয়া ছাত্র বলে জানা গেছে।
থানা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে মোছা. ছবি বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম। নিজ বাড়ি থেকেই তারা মাদকের এ ব্যবসা পরিচালনা করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধায় ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ১৫ পুড়িয়া হেরোইনসহ ছবি-শহিদুল দম্পত্তির কিশোর ছেলেকে আটক করে।
পুলিশ আরো জানায়, ছবি বেগমের বিরদ্ধে ৮টি ও তার স্বামী শহিদুলের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ রওশন কবীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত কিশোরের কাছে ১গ্রাম হেরোইন পাওয়া গেছে এবং তাকে কিশোর অপরাধ আইনে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply