প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৩, ৩:৫৭ পূর্বাহ্ণ
সোনাতলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও যুগ্ম সম্পাদক কে সংবর্ধনা দিলেন জাগো বাংলাদেশ সংগঠন
আব্দুর রাজ্জাক সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জাগো বাংলাদেশ সনাতন ধর্ম সংগঠনের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার জৈন নতুন ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উৎপল কুমার কর্মকার কে সংবর্ধনা প্রদান করেন। ৭ এপ্রিল রবিবার রাত ৯টায় উপজেলার হরিখালী অসীম কুমার জৈন নতুন এর নিজস্ব কার্যলয় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ সনাতন ধর্ম সংঘের সভাপতি শ্রী দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক নয়ন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুমার রায়, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র রায়, প্রচার সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, ধর্ম বিষয়ক সম্পাদক ধনঞ্জয় চন্দ্র রায়, সদস্য পঙ্কজ কুমার রায়, বিশ্বনাথ চন্দ্র রায়, তুষার কর্মকার, চন্দন কুমার কর্মকার ও লিটন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার জৈন নতুন সকলের উদ্দেশ্যে বলেন, এই সংগঠনটি সম্পূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠির একটি ধর্মীয়, সমাজকল্যাণমূলক, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। হিন্দু ধর্মাবলন্বী সকল বর্ণের মানুষকে সংগঠিত করে পূজা-পার্বণ ও ধর্মীয় উৎসবাদি সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধন, ধর্ম প্রচার, ধর্মীয় পুস্তকাদি প্রকাশ, ধর্মীয় শিক্ষাদান, ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালন, বর্ণ বৈষম্যের অবসান করে একই সমাজ গড়ে তোলা, অস্বচ্ছল পরিবারের সদস্যকে বিবাহে সহযোগিতা, শিক্ষা ও চিকিৎসায় সহযোগিতা প্রদান, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করা, মানবাধিকার, সাংবিধানিক সম-অধিকার ও মুক্তিযু্দ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ এবং সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দুই বছর এ সংগঠনটি সঠিক ভাবে পালন করতে পারি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত