আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পূবালী ব্যাংক লিমিটেড এর ১৬১ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২১ জুন বুধবার উপজেলা সদরে আজাদ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে পূবালী
ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ব্যবস্থাপক মোছাঃ তহুরা খাতুন এর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোঃ শামসুল আবেদীন ও শামীমা ফেরদৌসীর পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ছালামুজ্জামান ও সাতমাথা শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব তানভীর শামস চৌধুরী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আহসানুল কবির, সোনাতলা উপশাখার ব্যবস্থাপক মোঃ শরীফ ছাইয়্যিদুন,
ইসলামী ব্যাংকের সোনাতলা শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিপুন আনোয়ার কাজল, সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ
তাহেরুল ইসলাম তাহের। সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ উপ-শাখার উদ্বোধন করেন।
Leave a Reply