রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুইপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ ১৩জন আহত হয়েছে। আহতরা সোনাতলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় মো.সাহাবুল ইসলাম বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া (পাতারপাড়া) গ্রামে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে।
আহতরা হলেন, ইসমাইল হোসেন রিমন (২০), মোছা. জাহানারা বেগম (৩৮), জাহাঙ্গীর আলম(৪০), মো.ময়নুল হোসেন(১৪), মোছা.মোর্শেদা বেগম(২৬), মোছা.আনজুয়ারা বেগম(৩৫),রেবেকা বেগম(৪৫), মো.শহিদুল ইসলাম ভুট্টা(৫০),মো.নিজাম উদ্দিন আকন্দ(৫৮) ,মোছা.শিউলি বেগম,মো.ফজলে রাব্বি,মো. ফারুক হোসেন ও মোছা. রেহেনা বেগম।
মামলা সুত্রে জানা যায়, সোনাতলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া গ্রামে পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে পুকুরের মালিক রেজাউল ও হাঁসের মালিক নিজামের স্ত্রী শিউলি বেগমের সাথে কথা কাটাকাটি হয়। পূর্বশত্রুতা ও পুকুরে হাঁস নামার জেরে নিজাম উদ্দিন তার লোকজন নিয়ে মামলার বাদী সাহাবুলের বাড়ির খুলিয়ানায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ির
লোকজনকে বের হতে বলে। সাহাবুলের বাড়ির লোকজন বের হলে কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজাম ও তার লোকজন হাতে হাসুয়া লাঠিসোডা নিয়ে মারপিট শুরু করে। এতে সাহাবুল পক্ষের গুরুতর ৮জন ও নিজাম পক্ষের ৫জন আহত হয়। আহতারা সবাই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, মারপিটের ঘটনার সংবাদ পেয়েছি এবং একপক্ষ থানায় এজাহার করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply