আব্দুর রাজ্জাক সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে আছিয়া বেগম নামে এক মহিলা গুরুতর আহত হয়েছে । আহত আছিয়া বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ৭মে রবিবার পৌর এলাকা কামারপাড়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগীর ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে ও বাদী জানায়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টায় প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে দলবদ্ধ হয়ে তাহাদের হাতে থাকা লাঠি সোঠা, ধারালো ছোরাসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসতবাড়ীর খুলিয়ানে প্রবেশ করে তার উপর অতর্কিত ভাবে হামলা করে।
তার ডাক চিৎকারে রক্ষা করার জন্য মা আছিয়া বেগম আগিয়ে আসলে তাদের হাতে থাকা দা দ্বারা তার মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এবং তার মায়ের পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বাদী আশরাফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। মা আছিয়া বেগম চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান মামলা রুজু হয়েছে আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com