আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে মারপিটে আওয়ামী লীগ নেতা সহ উভয় পক্ষের ৭জন আহতসহ বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাজারে। এঘটনায় সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ও ঘটনা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা গোসাইবাড়ি গ্রামের ইনছের আলীর ছেলে মিনারুল ইসলাম (৩৫), ও তার ভাই ফারুক মিয়া উপজেলা সরকারি সোনাতলা মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে যান। সমাবেশ শেষ করে চরপাড়া বাজারস্থ লেপ/গদির দোকানে বসে। এ সময় প্রতি পক্ষরা দোকানে তাদের উপর হামলা করে। হামলার কথা শুনে একই এলাকার মৃত গফো খন্দকারের ছেলে মো.দুদু খন্দকার (৫৫), দুদু খন্দকারের ছেলে জিল্লু খন্দকার (৩০),মো.মতিয়ার মিয়ার ছেলে মুক্তার হোসেন (৩০), উদ্ধারের জন্য আগাইয়া আসলে উভয় পক্ষের মধ্যে মারপিট ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ নেতা মিনারুল পক্ষের ৫জন অপর পক্ষের একই গ্রামের ওয়ারেছের ছেলে শাকিরুল (৩০), ও আতোয়ার রহমানের ছেলে তাইফুল ইসলাম বিপ্লব আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবং অপর পক্ষের দুজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
এদের মধ্যে মিনারুল, ফারুক, জিল্লুর ও দুদুর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় বৃহস্পতিবার ২৭ জুলাই দুপুরে চাঁদা না পেয়ে শিক্ষার্থীদের কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ তুলে অপর পক্ষের শিমুল ইসলাম নামে থানায় ছয় জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন উভয় পক্ষের থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com