সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিন বয়ড়া গ্রামে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুলু মিয়া নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোনাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে পূর্ব থেকে জমি জমা নিয়ে ছেলিম মন্ডলের ছেলে ছালাম মন্ডলের সাথে মৃত হবিবর মন্ডলের ছেলে দুলু মিয়ার বিরোধ চলে আসছে।
ছোট বাচ্চাকে কেন্দ্র করে এর জের ধরে ছেলিম মন্ডলের ছেলে ছালাম মন্ডল, বাটু মোন্নার ছেলে আইয়ুব মোন্না, সাইফুল মোন্না, সহ ৫-৬ জন ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে একই গ্রামের মতৃ হবিবর মন্ডলের ছেলে দুলু মিয়া (৫০) এর বাড়ির উঠানে রাতে সাড়ে ৯ টায় জোড় পূর্বক প্রবেশ করে হামলা চালায় ও তার মাথায় আঘাত করে।
সে গুরুত্ব আহত হয়, স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সোনাতলা থানায় দুলু মিয়া বাদী হয়ে মামলা দায়ে করে। এব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এই ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com