স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম মোল্লার ছেলে ব্যবসায়ী আব্দুল মোমিনের বাড়ির পিছনে তার গরুর খামারের জন্য চলতি ইরি-বোরো মৌসুমে খড়ের পালা দেয়। ওই খড়ের পালায় দুবৃত্তরা গতকাল শনিবার রাতে আগুন দেয়।
এ বিষয়ে অভিযোগকারীর মা বলেন, ‘শনিবার রাতে আমি যখন আমাদের ঘরের পিছনে টিউবওয়েল থেকে পানি নিতে আসি তখন খড়ের পালায় আগুন দেখতে পেয়ে চিৎকার করি। এতে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নিভায়। আমি ধারনা করছি পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।
অভিযোগকারীর স্ত্রী বলেন, আমাদের বাড়ির পাশের ২৪/২৫ বছরের ছেলে রাসেল খুবই খারাপ প্রকৃতির। তারা বিভিন্ন সময়ে আমাদের গালাগালি পারতো। আমার ধারনা সেই আগুনটি লাগিয়েছে’।
এ বিষয়ে রাসেলের মা বলেন, ‘আগুন লাগার সময় আমার ছেলে ঘরেই ছিলো। আমার ছেলে আগুন লাগায়নি’।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, গতকাল শনিবার রাতে খড়ের পালায় আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply