সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ব্রয়লার ও লেয়ার মুরগি লালন-পালনকারী খামারিদের সক্ষমতা বৃদ্ধি ও উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণ এবং ভোক্তার কল্যানে বগুড়ার সোনাতলায় প্রশিক্ষন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন বাংলাদেশ লিমিটেড (মিউ হোপ গ্রুপের একটি প্রতিষ্ঠান) এর আয়োজনে ৩জুন মঙ্গলবার সকালে মেসার্স নুর পোল্ট্রি ফার্মে একদিনের প্রশিক্ষন সেমিনার অনুষ্ঠিত হয়।
মেসার্স নুর পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মো. তফিজার রহমান লিটন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন বাংলাদেশ লিমিটেডের চীনা জেনারেলের ম্যানেজার মিস্টার লুফেই, প্রশিক্ষক ডা. সেতু ইসলাম,সেলসম্যানেজার সোহেল রানা,খামারী মো.শফিকুল ইসলাম ও আব্দুল করিম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্রবীন খামারী মো. শফিকুল ইসলাম।
লাভজনক পোল্ট্রি ও পশু পালন এবং খামার ব্যবস্থাপনা পদ্ধতি উন্নতিকরণে এ প্রশিক্ষণে প্রশিক্ষক ডা. সেতু ইসলাম ব্রয়লার ও লেয়ার মুরগির জাত সম্পর্কে ধারনা ,বাসস্থান ও খাদ্য বিষয়ক আলোচনা, ব্রুডিং ব্যবস্থাপনা, কৃমিনাশক ও টিকা বিষয়ক আলোচনা, মুরগির রোগ ও প্রতিকার বিষয়ক আলোচনা করেন। এসময় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি খামার বিষয়ক ব্যবহারিক জ্ঞান শেখাতে হাতে কলমে মুরগিতে টিকা প্রদান করা শেখানো, খামার জৈব নিরাপত্তা শেখানো, ব্রুডিং ব্যবস্থাপনা সহ ইত্যাদি শেখানো হয়।
প্রশিক্ষণে সোনাতলা উপজেলা ও এর আশেপাশের উপজেলার ১২০টি খামারের মালিকরা অংশগ্রহন করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com