সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলার ২নং বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অপসারণের দাবিতে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন কয়েছে এলাকাবাসী ।
বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও আওয়ামী পরিবারকে পুনর্বাসনের অভিযোগে ২৯ ডিসেম্বর (রবিবার) সাড়ে ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বালুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মী ও এলাকাবাসী।
মানববন্ধন শেষে বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুল আলম সিজু’র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউএনও স্বীকৃতি প্রামানিকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এরপূর্বে অত্র ইউনিয়ন পরিষদের ১০জন সদস্য বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে ইউএনও’র মাধ্যমে বগুড়া জেলা প্রশাকের বরাবরে আবেদন করেন। আবেদনে তারা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো.তরিকুল ইসলাম নিজামকে প্যানেল চেয়ারম্যান করার আহবান জানান।
মানববন্ধনের বক্তব্য দেন বালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুশফিকুল আলম সিজু,বালুয়া ইউনিয় কৃষকদলের সভাপতি আনিছুর রহমান আনিছ,সেচ্ছাসেবক দলনেতা হযরত আলী বিটুল, যুবদল নেতা আব্দুস সালাম ও ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন বালুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মী ও ইউনিয়নবাসী।
Leave a Reply