১৭ আগষ্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, কিছু কুচক্রীর মহল কর্তৃক প্ররোচিত হয়ে আমার নামে মিথ্যা ও বানোয়াট কথা ছড়ানো হয়েছে। মূলত টিফিন পিরিয়ডে ৩জন শিক্ষক উপস্থিত থাকায় প্রক্সি ক্লাস নেওয়ার জন্য তর্ক বিতর্কের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় স্কুলের কিছু অভিভাবক ও এলাকাবাসী প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের বিরুদ্ধে গুজব রটিয়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মূলত তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে পূর্বের জের ধরে ষড়যন্ত্র মূলকভাবে সামগ্রীক পরিস্থিতি অন্যদিকে মোড় ঘুরিয়ে দেয়। মূলত আলোচিত বিষয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিকতার কর্মকান্ডের হাতেনাতে কোন প্রমাণ নেই। তাই আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply