আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বালু মহল ঘোষনা না থাকলেও অবৈধভাবে বালু ব্যাবসয়ীদের বালু উত্তোলন বেড়েই চলছে। এর ফলে নষ্ট হচ্ছে ফসলী কৃষি জমি ও পথ-ঘাট। ঐ সব বালু বহনকারী ড্রাম ট্রাক ও কাঁকড়া গাড়ি ওভার লোড নিয়ে চলার কারনে পথ-ঘাট চলার অনুপোযোগী হয়ে পরছে দিনদিন।
সরেজমিনে উপজেলার উত্তর বয়ড়া গ্রামের বাঙ্গালী নদী ব্রিজের দক্ষিণ পাশের একটি খাল থেকে ভেকু (ষ্কেভেটর) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। ৫টি কাঁকড়া গাড়ি দিয়ে বালু নিয়ে যেতে দেখা যায়। ওখানকার দায়িত্বে থাকা ম্যানেজার রাজিমুল বলেন, বিক্রির উদ্দ্যেশ্যে এই বালু নিয়ে যাওয়া হচ্ছে। কে বালু নিয়ে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্মা’র স্বামীর পয়েন্ট এটা। আর দেখা-শোনা করেন তার দেবর তমাল। কতদিন থেকে বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমি অত কিছু জানিনা।
এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্মার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এবং বলেন আমার স্বামী এর সাথে যুক্ত নয়। আর তমাল আমার দেবর হলেও ও বিএনপি করে। আমি আওয়ামীলীগ করি সুতরাং ওর সাথে এমন কারবারের সুযোগ নেই।
এদিকে জান্নাতুল ফেরদৌসীর রুম্মার স্বামী বালু বিক্রির কথা স্বীকার করে বলেন, ঐটা খাল হলেও আমার জমি। আমার জমি থেকে আমি বালু বিক্রি করছি।
বালু ব্যবসায়ী তমালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে স্থান থেকে বালু বিক্রি করতেছি ওটা খাল হলেও আমার নিজস্ব জমি। আমি নিয়মিত খাজনা দেই।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কঠোর নির্দেশনা আছে। যারা অবৈধ বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com