সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় প্রানি সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী প্রদর্শনীর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ ফ্রেব্রুয়ারী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর ইউ পি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর কর্মকর্তা নুসরাত জাহান লাকী, ভ্যাটেরিনারি সার্জন ডা.অজয় চন্দ্র,সম্প্রসারন কর্মকর্তা সাদ্দাম হোসেন, এ আই টেকনিশিয়ান থানা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দিগদাইড় ইউনিয়নের ডেইলি পিজির সভাপতি শ্রী দিলীপ কুমার রায়। আলোচনা পূর্ব ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বৌধন করে প্রাণী প্রদর্শনি মেলার ষ্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
Leave a Reply