স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকার স্বর্ণালংকারসহ নগদ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক শাকিল মিয়ার বিরুদ্ধে।
সর্বস্ব হারিয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ১৩ জুন(শুক্রবার) অনশনে বসে প্রেমিকা নাজমুন নাহার। সেখানে শাকিলের পরিবারের লোকজন দ্বারা নির্যাতনের শিকার হন প্রেমিকা। এছাড়া শাকিলের ভাই বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রেমিকা নাজমুন নাহারকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে অনশন ভেঙ্গে নিজ বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। এরপর প্রেমিকা নিজেই বাদী হয়ে ১৪ জুন(শনিবার) স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামে। প্রেমিক শাকিল মিয়া ওই গ্রামের মো.বিল্লাল গাজীর ছেলে এবং প্রেমিকা নাজমুন নাহার একই গ্রামের মো. মঞ্জু মিস্ত্রির মেয়ে।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার পূর্ব তেকানী গ্রামের মো.বিল্লাল গাজী ও মো. মঞ্জু মিস্ত্রির বাড়ি পাশাপাশি। গত দুইবছর ধরে বিল্লাল গাজীর ছেলে শাকিল মিয়ার সাথে মঞ্জু মিস্ত্রির মেয়ে নাজমুন নাহার এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর তাদের মধ্যে এ সম্পর্ক ওঠে উভয়েই ঢাকাতে গার্মেন্টসে চাকুরী করাকালে। প্রেমিক শাকিল বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা নাজমুন নাহার এর নিকট থেকে বেতনের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে গত ঈদুল আযহায় বাড়িতে আসে। নাজমুন নাহারও ঈদুল আযহায় বাড়িতে আসে এবং তার পরিবারের লোকজন দিয়ে শাকিল এর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখান করে শাকিল বাড়ি থেকে উধাও হয়ে গেলে নাজমুন নাহারতার বাড়িতে উঠে বিয়ের দাবিতে অনশনে বসে।
এ ব্যাপারে নাজমুন নাহারের মা বিউটি বেগম জানান, অভিযোগ দেওয়ার কয়েকদিন অতিবাহিত হলেও থানা পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি। মেয়েটিকে নিয়ে বর্তমানে আমরা হতাশায় ভুগছি।
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক শামীম হোসেন জানান, এখনো ঘটনাস্থলে যাওয়া হয়নি, অচিরেই তিনি তদন্তের জন্য ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
এব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী জানান, ওই ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com