সোনাতলা সংবাদ ডেক্সঃ ১৮ ডিসেম্বর সোমবার রাত ৮টায় থানা ওসির কার্যালয়ে নবাগত ওসি বাবু কুমার সাহার সাথে সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকরা।
মতবিনিময় কালে পরিচয় পর্ব শেষে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি বাবু কুমার সাহা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করে যাচ্ছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমাদের কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক মিলিয়ে কাজ করলে পরিপূরক হয়।
সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি, চুরিসহ সকল অপরাধ কমানো সম্ভব। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন, সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু, সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক শামীম আখতার, জাহিনুর ইসলাম, শামীম হোসেন সুজন,রিমন আহম্মেদ বিকাশ, ফয়সাল আহমেদ, মাহমুদুর রশিদ সোহেল, আমিরুল ইসলাম, ইসমাইল হোসেন, আবু রায়হান।
Leave a Reply