সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোকামতলা কিংস চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার পৌরসভার কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বোচারপুকুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রানার্স আপ হয় সাঘাটা ফুটবল একাদশ।
সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি, পৌর বিএনপির সহ-সভাপতি এবং সোনাতলা মহিলা কলেজের সভাপতি অধ্যক্ষ এ.কে. এম আহসানুল মোমেনীন (সোহেল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম জেড কামাল, যুবদল নেতা জিল্লুর রহমান (এরশাদ), বগুড়া জেলা ছাত্রদল নেতা ফজলে রাব্বী প্রমুখ।
খেলায় অংশ নেওয়া উভয় দলই চমৎকার পারফর্মেন্স প্রদর্শন করে এবং মাঠজুড়ে দর্শকদের উচ্ছ¡াস ছিল চোখে পড়ার মতো। খেলায় মোকামতলা কিংস ১-০ গোলে সাঘাটা একাদশকে কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান অতিথি অধ্যক্ষ এ.কে. এম আহসানুল মোমেনীন (সোহেল) তার বক্তব্যে বলেন, ‘‘স্থানীয় যুব সমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।’’ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com